অশোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ‘লেহের’ বিবৃতি দিয়ে অধ্যাপক দাসের পাশে দাঁড়িয়েছে। এমনকি একাধিক প্রাক্তন ছাত্র ও শিক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার নিন্দা করেছেন । শোনা যাচ্ছে একাধিক অধ্যাপক এবং প্রাক্তনী মোহালির আই আই এস ই আর কর্তৃপক্ষকে সমালোচনা করে চিঠি দিয়েছেন। সম্ভবত আভ্যন্তরীণ চাপের সম্মুখীন হয়ে কর্তৃপক্ষ শো কজের উত্তর পাওয়ার এক মাস পরেও নীরব রয়েছেন। সব্যসাচী দাসের পাশে দাঁড়িয়ে যদি সমস্ত অধ্যাপক বিবৃতি দেন, তাহলে নতুন আশার আলো দেখা যেতেই পারে।
by শুভ্রদীপ ঘোষ | 17 August, 2023 | 1218 | Tags : Sabyaschi Das Electoral Democracy Ashoka University